টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা || নতুন ব্যবসার ধারণা


সারাদেশে কেনাকাটায় নেট ও টিস্যু ব্যাগ খুবই জনপ্রিয়। এসব ব্যাগের চাহিদা সব সময়ই থাকে। ব্যাগ তরীতে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই। আপনি ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারেন।

  • বাজার সম্ভাবনা

নেট এবং টিস্যু ব্যাগ সর্বত্র ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন শপিংমল, বিভিন্ন দোকান, মার্কেট, হোটেল এবং মুদি দোকানে চাহিদা রয়েছে। এসব ব্যাগের ব্যবহার দিন দিন বাড়ছে। বড় বড় কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী টিস্যু, ব্যাগ অর্ডার করে। তাদের অর্ডার অনুযায়ী ব্যাগ তৈরি করে আয় করা সম্ভব।


এ ছাড়া মিষ্টি ব্যবসায়ী, কাপড় বিক্রেতা, মিষ্টান্ন ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীরাও চাহিদা অনুযায়ী এসব ব্যাগ কিনে থাকেন। সু্যোগ - সুবিধা. তুলনামূলকভাবে কম খরচে, কয়েকটি জায়গায় করা যেতে পারে। পুরো পরিবার নিয়ে একসঙ্গে ব্যবসা চালানো সম্ভব। উপকরণ সহজলভ্য।


কম সময়ে ব্যাগ তৈরি করা যায়। দুই থেকে তিনজন শ্রমিক দিয়ে কাজ চালানো সম্ভব। যথা, বিদ্যুৎ খরচ ঘণ্টায় নব্বই থেকে একশত বিশ পিস পর্যন্ত করা যায়। পাইকারি বা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা যেতে পারে। শহর বা গ্রামের যেকোনো জায়গায় এই ব্যবসা করা যায়

উপকরণ

নেট ব্যাগ তৈরির প্রধান উপকরণ হল নেট কাপড়। সুতা, বৈদ্যুতিক সেলাই মেশিন ইত্যাদি। টিস্যু ব্যাগের উপকরণ হল এক ধরনের ফ্যাব্রিক যার নাম পলিপ্রোপিলিন। জনবল নেট ও টিস্যু ব্যাগ তৈরি করতে তিন ধরনের শ্রমিকের প্রয়োজন হয়। সুইং অপারেটর, ব্যাক স্টিচার, কাটিং মাস্টার এবং ব্যাগ মেকিং, বান্ডেল হেল্পার। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হলে সাব কন্টাক্টে ব্যাগ তৈরি করা হয়।


  • আমি কত পুঁজি ব্যবসা শুরু করতে পারি?

মূলধন, ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দিয়ে শুরু হতে পারে। তবে জায়গা অনুযায়ী টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে। লাভ 4 থেকে 5 সাইজের ব্যাগ তৈরি করা যায়। 12 বাই 13 ইঞ্চি একটি ব্যাগ কাপড়ের টুকরো থেকে তৈরি করা হয়


এ ধরনের একশ ব্যাগের একটি বান্ডিল একশ থেকে আড়াইশ টাকায় বিক্রি হলেও টিস্যু ব্যাগ বা মেশ ব্যাগের দাম তুলনামূলক বেশি। ব্যবসার উন্নয়নের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ ভালো থাকলে এই ব্যবসার উন্নতি করা যায়। কোন বিশেষ প্রশিক্ষণের যোগ্যতার প্রয়োজন নেই


নেট ও টিস্যু ব্যাগ তৈরি শেখার জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তবে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ব্যাগ তৈরির নিয়ম জেনে নিতে পারেন। বিভিন্ন ধরনের ব্যাগ বিভিন্ন উপায়ে তৈরি করা হয়। একজন ব্যবসায়ী ধৈর্য ধরলে বাঁচতে পারে।

Post a Comment

Previous Post Next Post