ঔষধ খাওয়ার পর বাচ্চা বমি করলে করণীয় কি? বাচ্চাদের বমি হলে কি করা উচিত? জেনে নিন

ঔষধ খাওয়ার পর বাচ্চা বমি করলে করণীয় কি?

প্রায় মময় আপনারা একটা বিষয়ে complain করেন, বিশেষ করে মা বাবারা, যে ওষুধ খাওয়ানোর পর পরই দেখা যাচ্ছে যে, বাচ্চার বমি করে দিচ্ছে আর কি, তখন আপনারা আমাদের কাছে জানতে চান, যে আমি তো ওষুধ খাওয়ালাম, বাচ্চা তো বমি করলো। তাহলে ওষুধটাকে আবার খাওয়াবো কিনা, সাধারণত আমরা যেটা বলতে চাই সেই ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যখন ওষুধ খাওয়াবেন সাধারণত দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন ওষুধ খায় আমরা হয়তো  তিন চারটে ওষুধ একসাথে আমরা খাওয়াই এটা করা যাবে না, ধীরে ধীরে খাওয়াবেন।

কিভাবে বাচ্চাকে ঔষধ খাওয়াবেন? 

ঔষুধ আপনারা একটা গ্যাপে গ্যাপে খাওয়াবেন, অর্থাৎ একসাথে ওষুধটা খাওয়াবো না। একটা ওষুধ খাওয়ালেন, পনেরো মিনিট বা বিশ মিনিট পর  আর একটা ওষুধ খাওয়ালেন, তাহলে হবে কি বমির সম্ভাবনা কম থাকবে। 

সঙ্গে সঙ্গে যদি বাচ্চা বমি করে দেয়, তাহলে আমরা বলি যে যদি সঙ্গে সঙ্গে বমি করে। তাহলে অবশ্যই ওষুধটাকে আবার দিতে বলি, কিন্তু যদি দেখেন যে মোটামুটি আধাঘন্টা পার হয়ে গেছে তারপর  বমি করছে, পনেরো মিনিট থেকে আধা ঘন্টা পার হয়ে গেছে, তাহলে ওষুধ না দিলেও চলে কারণ ততক্ষণে মোটামুটি ওষুধটা আপনার পাকস্থলীতে চলে যায়। আপ দ্য শুট প্রক্রিয়া শুরু হয়ে যায়। 

গুরুত্বপূর্ণ কথা 

সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে বাচ্চা বমি যখনই করবে, চেষ্টা করবেন যে হিসাব করার অর্থাৎ বাচ্চা সঙ্গে সঙ্গে যদি বমি করে তাহলে অবশ্যই আপনি আবারও কিছু সময় পর সঙ্গে সঙ্গে না খাওয়াই কিছু সময় পর আবার আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে সেই ওষুধটা দেওয়ার জন্য আর যদি একটু সময় আমি যেটা বলেছি আধা ঘন্টা তাহলে সেক্ষেত্রে আর না দিলেও চলবে।  তো আমার মনে হয় যে বাবা মার যে উদ্বিগ্নের যে কারণটা ছিল যে আমি ওষুধ আবার দিবো কিনা? এই বিষয়টা আমি আশা করছি যে আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post