মূল কথা বলি যে একটা মানুষ যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং চিকিৎসা না করে uncontrolled diabetes থাকে। তাকে কি কি প্রবলেম হয় মনে রাখবা পুরুষ মানুষ হলে তার sexual ক্ষমতা কমে যাবে, sex পাওয়ার কমে যাবে। I it clear? দেরি আছে হ্যাঁ মানে এই আমাদের যে sex for normal পুরুষের কিন্তু কমে যাবে।
চোখের সমস্যা কেমন হয়?
তার চোখ সমস্যা হবে চোখে ঝাপসা দেখবে। রেটিনা, রেটিনাকে প্রথমে target অঙ্গ হিসাবে কাজ করে। রেটিনা. তা রেডি নাকি ধ্বংস হয়ে যাবে। এই জন্য চোখে দেখবে না রাত কানা রোগ হতে পারে ওই মানুষটা। এবং যদি কোনো মানুষের diabetes থাকে। কন্ট্রোল না করে, চিকিৎসা না করে, তাহলে তার কিডনি হুমকির সম্মুখীন হবে। এমনকি কিডনি রেজাল্ট হয়ে ওই লোকটা মারা যাবে। এছাড়া কি করে হইতে পারে? এছাড়া তার জ্বালাপোড়া বাড়বে। শরীরের টিংলেস একটা ভাব বা নামলেস একটা ভাব চলে আসবে
তারপর ওই মানুষের ঘুম কমে আসবে। ওই মানুষের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে হার্ট অ্যাটাকে চান্স বেশি থাকবে। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই তার স্ট্রোক হওয়ার চান্স থাকবে অনেক বেশি। যেটাকে আমরা CBD বলি। স্ট্রোক অনেকগুলো আছে। আর যদি uncontrolli diabetes থাকে তার কোথাও কেটে গেলে সেই ঘা সহজে শুকাবে না। কাটা কি সহজে শুকাবে না?
শেষ কথা
আপনারা মনে রাখবেন এবং তোমাদেরকে বলছি diabetes এর রুগী হলে কি কি সমস্যা? মানুষের পুরুষ মানুষ বা মেয়ে মানুষ যাই হোক তাদের sexual power / sex power টা কমে যাবে। তাদের কি হবে। তাদের চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাদের heart attack এর সম্ভাবনা থাকবে। তাদের stroke খুব বেশি প্রবণতা চলে আসবে। এছাড়া কি হবে শরীরে অশান্তি থাকবে, জ্বালাপোড়া করবে। পুরা শরীরটা মরিচ ঢাললে যেরকম জ্বলে এরকম জ্বলবে। তাই ডায়াবেটিসে হলে দুরুত চিকিৎসা নিন। ধন্যবাদ