বাংলা হেলথ টিপস স্বাস্থ্য: গোলমরিচের অপকারিতা || গোলমরিচের মারাত্মক ক্ষতি জেনে নিন

বাংলা হেলথ টিপস স্বাস্থ্য: গোলমরিচের অপকারিতা || গোলমরিচের মারাত্মক ক্ষতি জেনে নিন

অনেকেই হয়তো গোলমরিচের নানা রকম ঔষধি গুনাগুন সম্পর্কে জানেন। সেহেতু আমাদের আজকের এই লেখাটিতে জানাতে চলেছি গোলমরিচের ক্ষতিকর দিক বা অপকারিতার সম্পর্কে। সুতরাং লেখাটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই গোলমরিচের ভয়াবহতা থেকে রক্ষা পাবেন। তাই তো অনেকেই গোলমরিচ চিনে থাকবেন। অনেকে নাও চিনতে পারে, যারা চেনেন না অবশ্য হতাশ হবেন না।

গোল মরিচ কয় ধরনের হয়?

গোলমরিচ সাধারণত দুই ধরনের হয়ে থাকে

  1. কালো গোলমরিচ 
  2. সাদা গোলমরিচ 

মনে রাখবেন কালো গোলমরিচের চেয়ে সাদা গোলমরিচের দাম একটু হলেও বেশি। কালো গোলমরিচ সরষে বৃদ্ধি করে কফ এবং বায়ুনাশক, এটি কির্মি এবং হৃদরোগও উপকারী। গোলমরিচ স্মৃতি শক্তি বৃদ্ধি, রক্তসদন, মাড়ি ফোলা, ব্যথা, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হাত থেকে রক্ষা করে। বলতে পারেন গোলমরিচের অনেকটা উপকারিতার পাশাপাশি ক্ষতিকর দিকও বিদ্যামান। তো আর বিলম্ব না করে এক নজরে জেনে নেওয়া যাক গোলমরিচের অপকারিতা বা ক্ষতিকর দিক সম্পর্কে। 

গোলমরিচের ক্ষতিকারক দিকগুলো কি কি?

চোখ লাল হওয়া: গোলমরিচ চোখের জন্য খুবই ক্ষতিকর। কোনভাবেই যদি ভুল করে চোখে গোলমরিচ ঢুকে যায়, তাহলে চোখ লাল হয়ে খুব জ্বালা করতে পারে। এবং গর্ভাবস্থার সময় যদি সামান্য গোলমরিচ খেয়ে থাকেন তাহলে তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু বেশি খেলে তা নানা রকমের জটিলতা সৃষ্টিকরতে পারে। এমনকি এটি গর্ভপাতেরও কারণ হতে পারে।

পেট গরম হওয়া: অতিরিক্ত গোলমরিচ খেলে পেট গরম হতে পারে। মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো নয়। তাই গোলমরিচ খাওয়ার লিমিট ছাড়িয়ে যাবেন না। এক কথায় সাবধানে গোলমরিচ খেলে এবং ব্যবহার করলে এর উপকারিতা অনেকটা বেশি আশা করা যায়। ধন্যবাদ

 


Post a Comment

Previous Post Next Post