মধু খেলে কি কি উপকারিতা হয় || মধু কাদের জন্য খাওয়া বিপদজনক খুব সহজে  জেনে নেই

মধু প্রাচীনকাল থেকেই মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে মিষ্টি হিসেবে চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। এছাড়া শরীরের সুস্থতায় মধুর রয়েছে নানা উপকারিতা।

মধু খেলে কি কি উপকারিতা হয় || মধু কাদের জন্য খাওয়া বিপদজনক খুব সহজে  জেনে নেই

মধুতে কয়টি খাদ্য উপাদান থাকে?

শুধু মৌচাক নয়, বিভিন্ন ফুল থেকেও মধু হয়। আর এসব মধুর প্রায় সবগুলোর গুনাগুন একই রকম, মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। এর মধ্যে গ্লুকোজ, ফুক টোজ, শুক্রজ এবং মন্টোস থাকে। আরো থাকে অ্যামাইনো এসি খনিজ লবণ এবং এনকাইম। একশো গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালোরি।

মধুতে কি উপকারিতা আছে?

মধুর নানাবিধ উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য হলো মধুর শক্তি প্রদায়ী হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তশুন্যতা দূর করে ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় করে পানিশুন্যতা কমায় দৃষ্টিশক্তি বাড়ায় ওজন কমায়। উচ্চ রক্তচাপ কমায় gastric, আলসারের সমস্যা দূর করে। এছাড়া হৃদরোগের চিকিৎসা এবং রূপচর্চায় ব্যবহার ছাড়াও মধুর রয়েছে হাজারো গুনাগুন।

মধু কোন রোগের জন্য বিপদজনক?

মধু সব রোগের মহর্ষদ হলেও একটি কথা থেকেই যায়. সেটি হল ডায়াবেটিস রোগের ক্ষেত্রে মধু খুবই বিপদজনক। কারণ এটি রক্তে সরাসরি শোষিত হয় বলে সহজেই দেহের রক্ত শর্করাকে উচ্চ স্তরে নিয়ে যাই। সুতরাং ডায়বেটিস রোগীদের জন্য মধু গ্রহণ নিষেধ. তাছাড়া যে কোন বয়সের মানুষ অধিক পুষ্টির আশায় বেশি মধু খেলে ডায়রিয়া হতে পারে। তাই পরিমাণমতো প্রয়োজন অনুসারে খেতে হবে মধু।

দুধের সাথে মধু কি খাওয়া যাবে?

প্রথমত খেয়াল করতে হবে আপনার দুধটাও pure হতে হবে এবং মধুটাও pure হতে হবে। অবশ্যই আপনি দুধের সাথে মধু মিক্সড করে খেতে পারবেন। অনেকেই দুধের সাথে চিনি মিক্সড করে খায়, তার চেয়ে অনেক অনেক বেটার হলো মধু মিক্সড করে খাওয়া। কারণ মধু হলো ন্যাচারাল সুগার, দুধটা কুসুম গরম থাকতে হবে আর আপনি এক চামচ হানি মিক্সড করে সবসময় কিন্তু খেতে পারবেন। এতে আপনার এনার্জি লেভেলটাও কিন্তু যথেষ্ট বুস্ট হবে। একটু এনার্জি লেভেলটা কম পায় তাদেরকে কিন্তু আমরা বলেই থাকি দুধের সাথে মদু মিক্সড করে খাবারের জন্য কাজেই আপনি নিশ্চিন্তেই কিন্তু এই খাবারটি খেতে পারেন।


Post a Comment

Previous Post Next Post