সুন্দর ত্বকের জন্য মসুর ডালের ব্যবহার জেনে নিন

সুন্দর ত্বকের জন্য  মসুর ডালের ব্যবহার

ত্বকের যত্নে মসুর ডালের ব্যবহারের কথা অনেকেই জানে। মুসুডালে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার ওমেগা থ্রি স্যাটি অ্যাসিড ভিটামিন এ, সিই কেক এবং লালাবাদের শরীরের উপকারে লেগে থাকে। পাশাপাশি ত্বকের ক্ষতিকর উপাদান বের করে দিয়ে ত্বকটি সুন্দর করে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

নিয়মিত মসুর ডাল দিয়ে বানানো নানা রকম ফেস মাস্ক মুখে লাগাতে শুরু করলে ত্বকে প্রোটিনের ঘাটতি দূর হয়। ফলে ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে ত্বক উজ্জ্বল হয়ে উঠতেও সময় লাগে না। তো আসুন আজ জেনে নেওয়া যাক ত্বকের যত্নে মসুর ডালের কিছু ব্যবহার। অল্প সময়ে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত করতে চাইলে মসুর ডালকে কাজে লাগান।

কিভাবে ব্যবহার করবেন:

এক্ষেত্রে পঞ্চাশ গ্রাম মসুডালকে সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে উঠে জলটা ছেঁকে নিয়ে ডালটা বেঁকে নিতে হবে, তারপর ডালের পেস্টের সঙ্গে এক চামচ কাঁচা দুধ এবং পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে নিতে হবে
তারপর পেস্টে ভালো করে মুখে লাগিয়ে কম করে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে. এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রথমে এক চা চামচ মুসুর ডাল পাউডারের সঙ্গে সমপরিমাণ ব্যাকসন এবং দই নিষেধ হবে, সঙ্গে যোগ করতে পারেন অল্প করে হলুদ।

সুন্দর ত্বকের জন্য  মসুর ডালের ব্যবহার

এবার সবকটি উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ ধুয়ে নিতে হবে। প্রথমেই এক চা চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে এক চামচ মধু নিষেধ হবে। এরপর ভালো করে দুটি উপাদান মিশিয়ে নিয়ে মিশিনটি মুখে লাগাতে হবে। পনেরো মিনিট পেজটি মুখে ঘষার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

শেষ কথা

ত্বকের উপরি অংশে জমে থাকা মৃতকোষের ইস্তর সরিয়ে ত্বকে প্রানবন্ত করে তুলতে এই ফেসপ্যাকটির কোনো বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে সপ্তাহে দুই বার পরিমান মতো মুসুডাল পাউডারের সঙ্গে অল্প করে দুধ মিশিয়ে যদি মুখে লাগানো যায় তাহলে ত্বকের সৌন্দর্য হারিয়ে ফেলা বা ত্বক গড়িয়ে যাওয়ার মতো দুশ্চিন্তা একেবারে দূরে পালায়। 

Post a Comment

Previous Post Next Post