মাথা ব্যাথার ঘরোয়া চিকিৎসা || মাথা ব্যাথার সাথে বমি বমি ভাব কেন হয়?

মাথা ব্যাথার ঘরোয়া চিকিৎসা || মাথা ব্যাথার সাথে বমি বমি ভাব কেন হয়?

আপনাদের মাথা ব্যথা এবং বমি ভাব আছে এটি তুলনামূলকভাবে সাধারণ। তবে এটি আরো গুরুতর রোগ নির্ণয়ের সাথে জড়িত থাকতে পারে। মাথা ব্যথা বা আশেপাশে অঞ্চলে ব্যথা, অস্বস্থি হিসাবে সংজ্ঞাহিত করা হয়। 

মাথা ব্যাথার সাথে বমি বমি ভাব কেন হয়? 

রোগ নির্ণয় যা মাথা ব্যথা এবং বমি বমি ভাব উভয়ই হতে পারে। কখন আপনার জরুরী চিকিৎসা করা উচিত? মাথা ব্যথা এবং বমি বমি ভাবের চিকিৎসা মাথা ব্যথা রোধ, অসুস্থতা বোধ এই সম্পর্কেই আজকে আমি এই  আলোচনা করব, ব্যথা এবং বমি বমি ভাবের পেছনে আসল রোগ নির্ণয় অনুসারে লক্ষণগুলো এবং ক্লিনিক্যাল লক্ষণগুলো পৃথক হয়। তো মাইগ্রেন হলে আপনার মাথা ব্যথা বমি বমি ভাব থাকবে, মাথা ঘোরা, হালকা সংবেদনশীলতা, উল্লেখযোগ্য মাথা ব্যথা সহ বিভিন্ন লক্ষণও দেখা দিতে পারে। 

বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিটি নিজেই এই জিনিসগুলো লক্ষ্য করতে পারেন। মাথা ব্যথা এবং বমি বমি ভাব অন্যান্য সাধারন কারণগুলোর মধ্যে ডিহাইড্রেশন লো ব্লাড সুগারের অন্তর্ভুক্ত অতএব সারাদিন ডিহাইড্রেড স্যান থাকা একটি স্বাস্থ্যকর বৈচিত্র খাদ্য গুরুত্বপূর্ণ খাদ্য গ্রহণ না করা। রক্তের শর্করা, কয়েকটি কারণ এর মধ্যে অ্যালকোহল অতিরিক্ত গ্রহণ বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিডনির ব্যর্থতা এই জন্য হতে পারে বমি ভাব।

বমি তো বিভিন্ন কারণে হতে পারে।  মাথার কোন গুরুতর আঘাত ঠান্ডা লাগা, হলুদ জ্বর, হেপাটাইটিস এ, সেরিব্রাট রক্তক্ষরণ অ্যালকোহল সেবন এগুলোর কারণে কিন্তু বমি হয় মাথা ব্যথা হয়। তার সাথে উচ্চ রক্ত চাপ লিভারের সমস্যা, ফুসফুসের রোগ কোন ভাইরাল ইনফেকশন এই মাথা ব্যাথার সাথে বমি ভাব এগুলোতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথা, বমি ভাব নিজের থেকেই কিন্তু চলে যায়। যদি সেগুলো সর্দি বা ফ্লু হয়ে থাকে কিন্তু বেশ কিছুক্ষণ কিছুদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে।

লক্ষণ গুলো জেনে নিন:

মাথা ব্যথার সাথে বমি ভাব এই এর সাথে যদি বেশকিছু উপসর্গের কথা উল্লেখ করবো সেই উপসর্গ গুলো যদি উপস্থিত ছাড়া থাকে শরীরে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সরণাপন্ন হন ভারসাম্যের সমস্যা আধা ঘণ্টা ধরে প্রস্রাবও হয় না এরকম সমস্যা ঘাড় শক্ত হয়ে যাওয়া, মাথা ঘোরা কথা বলার অসুবিধে এগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।মানসিক চাপজনিত কারণেও মাথা ব্যথা বমি বমি ভাব হওয়ায় সেক্ষেত্রে আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে।

 একটু ব্যায়ামের প্রশ্বাস নিয়ম করতে হবে। একটু টাইট ফিটিং জামা কাপড় না পরে হালকা পোশাক পড়তে হবে। টেনশন ফ্রি হতে হবে। মাথা ব্যথা, সাথে বমি ভাব, কখনো কখনো হয়ে থাকে। মাইগ্রেনের সমস্যাই বেশিরভাগ দেখা গেছে থ্রুর কারণেও কিন্তু হয়ে থাকে। তবে নিজের থেকেই এটা সেরে যায়। কিন্তু যদি না সারে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post