অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা যখন সাধারণ সর্দি তে আক্রান্ত হয় অথবা দেখা যাচ্ছে যে তাদের একটু জ্বর হয়। মা বাবা খুবই ব্যতিব্যস্ত হয়ে যায়। তারা এটাকে নিউমোনিয়া এরকম কিছু মনে করে, অনেক সময় এরাকম ও পাওয়া যায় যে ঠান্ডার জন্য বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট করছে। সেক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু একটা বাচ্চা সাধারণ সর্দি কাশি নাকি এটা নিউমোনিয়া এটার জন্য আমাদের একজন শিশু ডাক্তারের পরামর্শ নিয়ে বিষয়টা জানতে হবে।
বাচ্চাদের সাধারণ সর্দি কাশি হলে কি করবেন?
আজকে আমি যে বিষয়টা সম্পর্কে একটু বলতে যাচ্ছি, যে সাধারণ সর্দি কাশি যদি হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? যেগুলো বিষয় আমি বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন।
যদি কোনো বাচ্চা নাকটা বন্ধ থাকে, আমরা যেটাকে measure blockage বলি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাচ্চাকে একটা খাদ্য পাওয়া যায়, সেটা দেখা যাচ্ছে যে যখন বাচ্চা ঘুমাচ্ছে তখন শব্দ করে অনেক সময় ছোট বাচ্চারা তো এই যে নাকের যে শব্দটা এটাকে আপনারা অনেক সময় মনে করি যে এটা বড় কোনো ধরনের সমস্যা বড় কোনো ধরনের শব্দ। যার জন্য তাকে হয়তো hospitalize করতে হবে এগুলো কিছুই না।
আপনারা যেটা করতে পারেন বাসায়, নাকটাকে পরিষ্কার করতে দিতে পারেন, এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি যে বাজারে কিছু নাকের drop পাওয়া যায়। এই নাকের drop এর মধ্যে শান্ত point nine percent সোডিয়াম প্রয়োগ থাকে, এটার মধ্যে লবণ আর পানি Just নাকটা পরিষ্কার করার জন্য এটা আপনারা বাচ্চাটাকে শুয়ে দুই ফোঁটা করে দুই নাকের ছিদ্রে পজ অনুযায়ী দুই ঘন্টা পর পর কোনো সময় তিন ঘন্টা পর পর চার ঘন্টা পর পর দিতে হবে। এটা বাচ্চার উপর নির্ভর করে। ধন্যবাদ