আজকে আমি ডিসকাস করবো প্রেগনেন্সিতে ডেঙ্গু হলে আমরা কি করবো? ফার্স্টে আমাদের জেনে নিতে হবে যে ডেঙ্গুর একটা ভাইরাল ডিজিজ যেটা মশা দিয়ে ট্রানস্মিট হয়।
প্রেগনেন্সির সময় কি করতে হবে?
প্রেগনেন্সির সময় যেটা করবেন যে মশারির মধ্যে ঘুমান এবং বাড়ির চারিপাশটা মাঝে মাঝে চেক করুন যে কোথাও জল জমে আছে কিনা, যদি আপনার প্রেগনেন্সি সময় জ্বর হয় অবশ্যই ম্যালেরিয়া এবং ডেঙ্গু টেস্ট করবেন। এনএস ওয়ান পজিটিভ হলে সঙ্গে সঙ্গে নিজের গাইনোকলজিস্টের সাথে পরামর্শ করবেন।
ফার্স্ট টাইমেস্টারে ডেঙ্গু যদি হয় তাহলে মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড বা থার্ড প্রাইম মিনিস্টারে ডেঙ্গু হলে লো বা টুয়েট বা প্রিটাম ডেলিভারি হতে পারে। আর ডেলিভারির সময় যদি ডেঙ্গু হয় তাহলে দেখা গেছে যে পোস্ট বাটম হেমারেজ হওয়ার একটা সম্ভাবনা আছে। ডেঙ্গুতে তিনটে ফেস হয়।
ডেঙ্গু জ্বরের কয়টা ধাপ রয়েছে?
ডেঙ্গু জ্বরের তিনটি ধাপ রয়েছে:
- Febrile phase
- Critical phase
- Recovery phase
ফোর্থ ডেটা হচ্ছে সবচেয়ে মিসলিডিং কারণ ওই সময় থেকে জ্বর কমতে থাকে। পেশেন্টের মনে হয় যে আমি ভালো হয়ে যাচ্ছি। না সেই সময় থেকেই কিন্তু প্লেটলেট কাউন্ট ড্রপ করতে শুরু করে। তাই আমরা ইনসিস্ট করি যে প্রত্যেকদিন প্লেটলেট কাউন্ট দেখবেন ৮ দিন অব্দি, বেস্ট হচ্ছে ডাক্তারের সুপারভিশনে, অথবা একটা হসপিটালে ভর্তি হয়ে এই ফেজটা কাটিয়ে তুলবেন। এই বিষয়ে আর কিছু জানতে হলে কমেন্ট সেকশানে আমাকে জানান। যাতে আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারি। ধন্যবাদ