আমরা পুঁইশাক চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো এবং কিভাবে খুব অল্প দিনে পুঁইশাক গাছ বড় করা যায়, তা শিখবো। তো চলুন শুরু করা যাক।
পুঁইশাক গাছের মাটি তৈরি পদ্ধতি:
প্রথমেই আমরা জানবো পুঁইশাক গাছের মাটি তৈরির পদ্ধতি। যা পুঁইশাককে দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে। মাটি তৈরি করার জন্য আপনাকে দোআঁশ মাটি ৫০% পার্সেন্ট বালি মাটি বা বালি ১০% পার্সেন্ট এবং চা পাতা, জৈব সার এবং পাতাসার ৩০% পার্সেন্ট এবং ছাই ১০% নিয়ে একটি মিক্সড সয়েল তৈরি করতে হবে।
পুঁইশাক কয় পদ্ধতিতে চাষ করা য়ায়?
মূলত তিনটি পদ্ধতিতে পুঁইশাক চাষ করা যায়।
- পুঁইশাকের বীজ থেকে চারা বের করে।
- সরাসরি পুঁইশাক গাছের চারা পুঁতে তৈরি করে।
- পুঁইশাক গাছের ডাল কাটিং করে তৈরি করা যায়।
পুঁইশাকের বীজ থেকে ছোট চারা গাছ তৈরি পর এই চারা গাছগুলিকে যত্ন করলে এগুলি দ্রুত বৃদ্ধি পাবে। এবং কিছুদিনের মধ্যেই গাছগুলি কত বড় হয়ে উঠেছে তা আপনি নিজেই বুজতে পারবেন। গাছের শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি করতে এবং পুঁইশাকের ডাটা গুলিকে মোটা করার জন্য আপনি পুঁইশাক গাছের ডগাগুলিকে কেটে দিতে পারেন।
গাছের নিয়মিত জল দিন এবং মাঝেমধ্যে একটু জৈব সার, গোবর, চা পাতা ইত্যাদি ব্যবহার করুন। দেখবেন খুব অল্পদিনের মধ্যেই পুঁইশাক গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে অর্গানিক way তে কোন প্রকার রাসায়নিক সার বা কেমিক্যাল ছাড়া পুঁইশাক চাষ করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ