গর্ভাবস্থায় অতিরিক্ত বমি নিয়ে অনেকেই ডাক্তারের কাচে যায়। গর্ভাবস্থায় বমিটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। যেহেতু আমরা জানি যে গর্ভবস্থায় একটা physiological ব্যাপার এবং বমিটা বেশিরভাগ মেয়েদের বমি হবে এটা আমরা ধরেই নিই। তো অতিরিক্ত বমি যাদের হয় তাদেরকে দিয়ে আমরা প্রবলেমে পড়ে যাই। তো বমিটা কেন হয় সেটা আমাদের আগে জানতে হবে।
গর্ভাবস্থায় বমি কেনো হয়?
গর্ভাবস্থায় সাধারণত প্রদর্শন একটা হরমোন বেড়ে যায় এবং ACG নামে একটা হরমোন আছে সেটাও বেড়ে যায়। এই হরমোনগুলোর কিছু, এর কিছু কারণে বমি হয়ে থাকে। তো আমরা সাধারণত বেশির ভাগ রুগীকেই বমির ওষুধ অল্প অল্পসল্প রোজ কিছু বমির ওষুধ দিলেই শান্ত, ওদের বমিটা ভালো হয়ে যায়। কিন্তু যদি খুব বেশি বমি হয়! তো সেই বেশি বমির কিন্তু কিছু complication আছে।
যেমন dehydration হতে পারে। তারপর কিছু ভিটামিন এর অভাবে কিছু দীর্ঘদিন যাবৎ বমি এরকম খুব বেশি বমি থাকে তাহলে তো dehydration থেকে এবং কিছু ভিটামিনের অভাব থেকে কিছু disease হতে পারে বা নার্ভের কিছু প্রবলেম হতে পারে। এই জন্য গর্ভাবস্থায় যদি অতিরিক্ত ভূমি কারোর হয়ে থাকে তাদেরকে হাসপাতালে ভর্তি করাটা ভালো। তো হাসপাতালে প্রথমে মুখে খাবারটা বন্ধ রাখে। এবং তাদেরকে স্যালাইন দেয়।
সেলাইনে স্যালাইনটা কতটুকু ডোজে দিবে সেটা কিন্তু একটা হিসাব করে রুগীকে দিয়ে থাকে। সেই হিসাব করে স্যালাইনটা দেয়। এবং স্যালারি স্যালাইনের মধ্যে গ্লুকোজ থাকে। কিছু লিট্রোলাইজ থাকে। সোডিয়াম, পটাশিয়াম ফ্লো রাইড সেই এস্টিমেটেড কিছু অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা এস্টিমেট করেই কিন্তু সেই স্যালাইনটা প্রেস স্টার্ট করে থাকে ডাক্তার। এবং সাথে কিছু ভিটামিন এবং ভিটামিন, বি কমপ্লেক্স, ভিটামিন সি এগুলো দিয়ে থাকে। ধন্যবাদ