তীব্র পেটে ব্যাথা নিয়ে আপনারা যা জানা উচিত || জেনে নিন পেটে ব্যথা হওয়ার মূল কারণ

তীব্র পেটে ব্যাথা নিয়ে আপনারা যা জানা উচিত || জেনে নিন পেটে ব্যথা হওয়ার মূল কারণ

তীব্র পেটে ব্যাথা, এই প্রবলেমটি নিয়ে অনেক সময় কিন্তু আপনারা ভুগে থাকেন। এবং কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি দীর্ঘ মেয়াদি তীব্র পেটে ব্যথা। তো এই জায়গাটি আপনি কি করনীয় আছে? এবং কোন কোন ক্ষেত্রে আপনারা দেখেন যে অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন এবং চিকিৎসকরা বলেছে যে আপনার পেটে আসলে কোন সমস্যা নেই। তাহলে আপনি কি হতে পারেন? আমরা আজকে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে দেবো। যে বিষয়ে আপনি নিশ্চিত হবেন যে আসলে আপনার চিকিৎসা রয়েছে

তীব্র পেটে ব্যথা কেন হয়?

প্রথম কথা বলতে চাই যে তীব্র পেটে ব্যথা, বিভিন্ন কারণে হইতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্যানক্রেট আইটিস এবং এই ব্যথাটি হচ্ছে ওর স্পেইন্ট সবচেয়ে বেশি পৃথিবীতে যে ব্যাথাটি সেটি হচ্ছে এই প্যানকেট অ্যাটিসের ব্যথা। এবং এই ব্যথাটা কখনও দেখা যায় আস্তে আস্তে এবং পরবর্তীতে তীব্র আকার ধারণ করে। কোন কোন ক্ষেত্রে এটি প্রথম দিকে দেখা যায় নির্দিষ্ট সময় পর পর হচ্ছে। আবার কোন কোন এরপরে দেখা যায় এটা কন্টিনিউয়াস এক ধরনের পেইন হয়। তীব্র পেইন এবং আপনি কিন্তু এখানে কোন মানে স্বস্তি পান না।

এ ব্যথা চলতেই থাকে তাহলে এই জায়গার সমাধানটা কি? প্রিয় দর্শক প্রথমেই আমি বলব যে এই প্যানক্রিয়সের ব্যথাটি আপনি চিহ্নিত করবেন। একজন সার্জনের কাছে যাবেন। ডেফিনেটলি তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে চিহ্নিত করবে. যে এটি প্যান্টিএসের ব্যথা, অথবা কোন কোন ক্ষেত্রে দেখা যায় প্যান্টিয়সের শুধুমাত্র আল্ট্রা সাউন্ড করে যেটা ইনফ্লামেটরি চেঞ্জ আসে যেই কারণে পেটব্যথা কোনো কোনো ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এই প্যানক্রেসের ব্যথা হতে পারে তবে প্যানকেসের ব্যথাটা আপনার নাভির উপরের দিকে হয়।

প্যান্টিনেসের ব্যাথাটা নাভির উপরের দিকে হয়। ডানে, বামে দুইদিকেই হতে পারে। তবে নাভির উপরের দিকে ব্যাথাটা, সচরাচর প্যানকেসের ব্যথা হিসেবে আমরা চিহ্নিত করি। তো এই ব্যথা হলে সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। অনেক সার্জেন্টরা চিকিৎসা করেন। মেডিসিনের যারা তারা চিকিৎসা করেন হসপিটালে অনেক সময় ভর্তি করে রাখেন দেখা যাচ্ছে ব্যাথাটি কোনো কোনো ক্ষেত্রে প্রথম দিকে নিরাময় হয়ে যায় এবং আবার বাসায় চলে যান এরপরে একাধিকবার এই ব্যথাটি আসে এবং কোনো কোনো পর্যায়ে দেখা যায় হসপিটাল চিকিৎসার আপনার ব্যথাটা উন্নতি হচ্ছে না, কন্টিনিউয়াস পেইন হচ্ছে।

শেষ কথা

সেই জায়গাতে আমি বলবো যে পেনি স্পেশালিস্ট হিসাবে আপনাদের ক্ষেত্রে একটি উপকারী বার্তা হচ্ছে যে এই জায়গায় আমরা কিছু ইনফরমেশনাল ট্রিটমেন্ট করি সেই জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারে সেটা হচ্ছে যে এই পানকিয়াসের চারপাশে নামে একটি জায়গা আছে যেগুলো নার্ভের একটা ক্লাস্টার। সেই নার্ভের ক্লাস্টারে  ইনজেকশন দেয় ডাক্তার,  আল্ট্রা সাউন্ড গাইডেড ইনজেকশন দেই, আবার আমরা এক্সরের মাধ্যমে দেখেও ইনজেকশন দেই এই দুটি পদ্ধতিতে আমরা ইনজেকশন দিয়ে এই ব্যথাটাকে নিরাময় করার এক্ষেত্রে দেখা যায় অনেকদিন আপনারা ভালো থাকতে পারেন।


Post a Comment

Previous Post Next Post