মৃত চামড়া, মুকের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই কারণেই সুস্থ ও সুন্দর ত্বক পেতে মুখের মরা চামড়া দূর করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভাবে ত্বকের মরা চামড়া দূর করার সহজ উপায় গুলো জেনে নিন। আপনি ত্বকের মরা খোষ দূর করতে বিভিন্ন ফল ব্যবহার করতে পাবেন।
মরা চামড়া দুর করতে কি করতে হবে?
মরা চামড়া দুর করতে আপনার প্রথমে একটা জিনিস করতে হবে। এই যেমন পেঁপে অথবা কলা সবগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে কিছুটা মধু ও দুই মেশাতে পারেন। পেষ্ট হয়ে গেলে আপনি ওটি মুখে লাগিয়ে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চিনি ও অলিভ ওয়েল মুখের মরা চামড়া দূর করতে আরো একটি কার্যকর উপায় হলো চিনি ও অলিভ অয়েল পেস্ট এক টেবিল চা চামচ অলিভ অয়েল ও মধু মেশান। এবার সেটি মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে লাগিয়ে নিন. মরা চামড়া উঠে গেলে normal পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের জন্য কি উপকারি?
মধু ও সূর্যমুখীর তেল, এই মিশ্রণটি শুষ্ক ত্বকের জন্য পর্যটক উপকারী। মধু ভালোভাবে বিট করে। তাতে সূর্যমুখী তেল যোগ করুন। মাক্স পুরো মুখে ব্যবহার করুন কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো রাখতে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
ত্বকের জন্য ব্যবহার করুন ডিমের সাদা অংশ ও মধু
ডিমের সাদা অংশ ও মধুর মিশ্রণ মরা চামড়া দূর করার সবচেয়ে কার্যকর উপায়। আরো এটি বেশি কার্যকর করতে এটির সঙ্গে লেবুর রস যোগ করতে পারেন। এটি তৈলাক্ত ত্বকের জন্য স্পেশ্যাল যে অনেক ভালো মাক্সটি পুরো মুখে ব্যবহার করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এবং দুধ, দুধ ত্বকের মরা চামড়া দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি বাটিতে কিছুটা দূর তার মধ্যে একটি তোয়ালে ভিজিয়ে আপনার মুখে আলতো ভাবে খুঁজতে থাকুন। দেখবেন আপনার মুখে আর একটিও মরা চামড়া নেই।