নিম পাতার শক্তিশালী উপকারিতা জেনে নিন সহজেই

নিম পাতার শক্তিশালী উপকারিতা জেনে নিন সহজেই

নিম পাতার গুনের কথা সবারই জানা আছে। সেই প্রাচীনকাল থেকে ওষুধি হিসেবে ব্যবহার হয়ে আসছে নিম পাতা। মহাওষুধ হিসেবে পরিচিত প্রাকৃতিক এই নিম পাতা। নিম পাতায় রয়েছে হাজারো উপকারী গুনাগুন। নিয়মিত এর পাতা খেতে পারলে অনেক জটিল সমস্যা সমাধান হয়ে যায়।


আসুন জেনে নেওয়া যাক নিম পাতার দশটি আশ্চর্য ঔষধি গুণ। নিম পাতার তেলের প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে। যা আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। নিমপাতা ব্যাক্টরিরাও ছত্রাক ফাঙ্গাস বিরোধী। তাই ব্যাক্তিরাও বা সত্তাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে নিম পাতা খুবই কার্যকরী। গ্রনের সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিমপাতা বেটে লাগাতে পারেন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে মেখে দেখুন খেয়াল রাখতে হবে মিশ্রণে নিম পাতার চেয়ে হলুদের পরিমান যেন কম হবে। তবে হলুদের ব্যবহার এরপর কয়েক ঘণ্টা রোদ এড়িয়ে চলাই ভালো। দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে।

আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী। কেটে ছেড়ে গেলে বা পড়ে গেলে ক্ষতিস্থানে নিম পাতার রস ভেজ ওষুধের মতো কাজ করে। নিম পাতার হতে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিতে পারলে পরবর্তীকালে তা ফেস ক্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

নিম পাতার গুনের কথা সবারই জানা আছে. সেই প্রাচীনকাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে নিম পাতা মহাওষুধ হিসেবে পরিচিত প্রাকৃতিক এই নিম পাতা।  নিম পাতায় রয়েছে হাজারো উপকারী গুনাগুন। নিয়মিত এর পাতা খেতে পারলে অনেক জটিল সমস্যা সমাধান হয়ে যায়। 

Post a Comment

Previous Post Next Post