বেগুনের চারা রোপনের পর কোন সার প্রয়োগ করবেন?
আমরা অনেক কৃষক আছি, বেগুন চাষ করি। বেগুন হচ্ছে শীতকালীন সবজি জাতীয় একটি ফসল। এই বেগুন বাজারে ব্যাপক চাহিদা এবং বাজারের দামও অনেক ভালো। বাজারে দাম ভালো থাকায় দিন দিন অনেক নতুন নতুন কৃষক বেগুন চাষ শুরু করছে। আমরা যারা নতুন কৃষক আছি বেগুন চাষ করার ক্ষেত্রে, বেগুনের চারা রোপণ করার পর প্রথম ধাপে জমিতে কি কি সার প্রয়োগ করতে হয় এই বিষয়টি আমরা জানি না।
বেগুনের সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ না করার কারণে সঠিক পরিচর্যা না করার কারণে আসলে বেগুন চাষ করে অনেক কৃষক লস খাই। আজকে আমি আপনাদেরকে জানাবো বেগুনের চারা রোপন করার পর প্রথম ধাপে জমিতে কি কি কাজ করবেন এবং কি কি সার প্রয়োগ করবেন। আশা করি না জেনে উপকার পাবেন।
আপনারা যখন বেগুনের বীজ জমিতে রোপণ করবেন। বেগুনের বীজ রোপন করার পর যখন বেগুনের বীজটা গজে বের হবে। গজিয়ে বের হওয়ার কিছুদিন পর আপনারা জমিতে নিরানি দেবেন। জমিতে নিরানি দেওয়ার পর আবার কিছুদিন পর আপনারা জমিতে সার প্রয়োগ করবেন।
চারা বের হওয়ার পরে কি কি সার ব্যবহার করতে হবে বেগুন গাছে?
- টিএসপি
- পটাশ
- ইউরিয়া
- ব্রণ
- ম্যাগনেসিয়াম
শেষ কথা
আপনারা যখন এই সারগুলো জমিতে প্রয়োগ করবেন তারপরই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছের কতখানি উপকার হয়েছে। তারপর বেগুন চাষ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ