গলায় খুসখুস কাশি? দূর করুন ঘরোয়া পদ্ধতিতে


গলায় খুসখুস কাশি? দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

যেগুলো ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি যদি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি বেশ উপকার পাবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে আপনি দিনে দুই থেকে তিনবার যদি কুলকুচি করেন সেক্ষেত্রে আপনার খুসখুসে কাশি অনেকটাই উপশম পাবেন।

এক্ষেত্রে আপনার যদি এলার্জির কারণে কিংবা গলায় যদি কোন ইনফেকশনের কারণে যদি সোয়েলিং হয় অর্থাৎ ফুলে যায় বা অল্প অল্প গলা ব্যথা থাকে সাথে খুসখুসে কাশি থাকে সেক্ষেত্রে আপনার এগুলো কিন্তু কিছুটা উপসমাপ্তি পাবেন। এর সাথে আদা 

আদা কিভাবে ব্যবহার করবেন? 

এক চামচ পরিমান আদা কুচি নিবেন. সেটা এক মগ পানিতে মিশাবেন. মিশিয়ে সেটাকে পাঁচ মিনিট পরিমান তাপ দিবেন বা জ্বাল দিবেন সেটার সাথে অল্প পরিমান মধু আপনি মেশাবেন। মিশিয়ে সেটা দুই থেকে তিনবার কিন্তু আপনি দিনে খেতে পারেন। এটাও আপনার কফ দূরীকরণে সাহায্য করবেন। এবং লেবু আর  মধু  মিশ্রিত কুসুম গরম পানি দিনে দুই থেকে তিনবার কিন্তু খেতে পারেন। 

শেষ কথা

আপনি এগুলো করে দেখতে পারেন বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনার তাতেও খুসখুশি কাশি না সারে বা আপনার গলা ব্যাথা না সারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ এটার বিভিন্ন কারণে হতে পারে আপনার এলার্জির কারণে হতে পারে এজমার কারণে হতে পারে কিংবা আপনার অ্যাসিড রিফ্লাক্সের কারণে হতে পারে

Post a Comment

Previous Post Next Post