আজকের জানাবো কিভাবে one G , two G, three G four G পদ্ধতি ব্যবহার করে করবা গাছের ফলন কয়েকগুণ বাড়ানো যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার করোলা গাছে পুরুষ ফুলের পরিমান বেশি মৈবা ফুলের পরিমান কম. আবার অনেকে বলে থাকেন যে করবা গাছের ফলন খুবই কম।
আমি আশা করি তাদের জন্য এই পদ্ধতিটি কিছুটা হলেও উপকারে আসবে, সর্ব প্রথমেই আমি আপনাদের one G , two G, three G ও four G করলা গাছের ডালের সাথে পরিচয় করিয়ে দিব। যারা one G two G three G এবং four G কি বুজতে পারছেন না তাদের সুবিধার জন্য একটি ছক একে ছবি দিচ্ছি নিয়ের ছবিটি ভলো করুন।
অনেকে হয়তো বা এই ডালগুলোর সাথে পরিচিত না। করলা গাছের যে মেইন ডালটি থাকে হচ্ছে এটা one G ডাল বা শাখা। এই ডাল থেকে ফুল ও ফলন আসে না বললেই চলে। তারপর one G ডাল থেকে যে ডালটি বের হয় সেটি হচ্ছে two G সেই ডাল বা প্রশাখা থেকে মহিলা ফুল ও করলা পাওয়া যায়।এই ভাবে পর্যায় ক্রমে যে ডাল বের হয় সেই ডাল বা পোশাকা হলো three ও four G ডাল।
ফলন বাড়ানোর জন্য ডালগুলোর কি করনীয়?
এখন আসি আমরা ফলন বাড়ানোর জন্য এই ডালগুলোকে কি করবো? যাদের গাছে মহিলা ফুল কম আসে ও ফলন ধরে না। তাদের গাছের যেই two G ডালটি আছে সেই ডাল বা প্রশাখার উপরের কুড়টা আলতো করে ঠিক ভেঙে দিবেন। আমি আপনাদের সুবিদার্থে একটি ছবি দিচ্ছি .
এতে করে এই ডাল থেকে আরো ডাল বের হবে তাছাড়া প্রচুর পরিমাণে মহিলা ফুল ও আসবে সাথে সাথে করলার ফলন বাড়বে। তারপরেও যদি ফলন কম ধরে তবে two G ডাল থেকে যে three G ডাল বের হয়েছে সেই ডাবের কুঁড়িটাও ভেঙে দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে four G কাটিং করে করলা গাছের ফলন কমপক্ষে চারশো গুণ পর্যন্ত বাড়ানো যায়.
শেষ কথা
তবে সাবধান বেশি পরিমাণ কাটিং করলে দেখা যাবে পুরুষ ফুল কম ধরবে প্রচুর পরিমান মহিলা ফুল ধরবে। এতে বেশি ফসল পাওয়া যাবে না। এর কারণ হলো ফুলগুলো মরে যাবে। তো অনেকে আমাকে বলতে পারেন আপনার গাছে তো কোনো করলা নেই। আসলে আমার এই গাছগুলো নতুন এবং অল্প বয়সের কিছুদিনের মাঝেই আমার এই গাছগুলোতে ফলন ধরতে শুরু করবে।