দুপুরে ঘুমানোর অভ্যাস উপকার না ক্ষতি
দুপুরের ঘুম কি করতে সাহায্য করে?
ডিমেনশিয়া প্রতিরোধ করতে সাহায্য করে দুপুরের ঘুম, এই পাওয়ার ন্যাপের কারণে মস্তিষ্কের সংকোচন কমে যায়। আর মস্তিষ্কের সংকোচন যত ধীর গতিতে হয়। বার্ধক্য আসে তত দেরি করে, তাই বার্ধক্যকে রুখতে দুপুরে ঘুমোতেই পারেন। সকালে অনেক কাজের পর দুপুরের ঘুম চোখকেও শান্তি দেয়, ফলে মাঝেমধ্যে ঘুমোতেই পারেন।
এতে স্মৃতিশক্তি ও বৃদ্ধি পায় বলেই বিশেষজ্ঞদের মত। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে পনেরো থেকে বিশ মিনিটের বেশি ঘুম নয়।এর বেশি হলেই বিপদ তাই দুপুরে পনেরো মিনিট বিশ্রাম নিতেই পারেন, এতে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। দুপুরে ঘুম থেকে উঠলে কাজেও মন দিতে পারবেন।
Tags:
স্বাস্থ্য পরামর্শ